ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেট শিক্ষাবোর্ডে জেএসসির পাসের হার ৯১.৫৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
সিলেট শিক্ষাবোর্ডে জেএসসির পাসের হার ৯১.৫৭

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯১.৫৭ শতাংশ। গতবারে পাশের হার ছিলো ৯১.১৫ শতাংশ।



তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ১০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ১ হাজার ৮শ’ ৮০ ও মেয়ে ২ হাজার ১শ’ ৩০জন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান।

বোর্ডের অধীনে মোট ১ লাখ ৯ হাজার ৪শ’ ৮৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ২শ’ ৫৫ জন। এদের মধ্যে ছেলে ৪৪ হাজার ১শ’ ২ ও মেয়ে শিক্ষার্থী ৫৬ হাজার ১শ’ ৫৩জন।

বোর্ডে ছেলেদের পাসের হার ৯১.৩৮ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯১.৭২ শতাংশ।

সিলেট শিক্ষাবোর্ডে এবার প্রথম স্থান অর্জন করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ২য় স্থানে সিলেট ক্যাডেট কলেজ, ৩য় স্থানে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, ৪র্থ স্থানে সিলেট সরকারি পাইলট হাইস্কুল ও ৫ম স্থানে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘন্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।