ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

মোহাম্মদপুরে ইসলামিয়া লাইব্রেরি থেকে পাঠ্যপুস্তক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
মোহাম্মদপুরে ইসলামিয়া লাইব্রেরি থেকে পাঠ্যপুস্তক উদ্ধার ছবি: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ইসলামিয়া লাইব্রেরি থেকে বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক পাঠ্যপুস্তক উদ্ধার করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের ইসলামিয়া লাইব্রেরিতে অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা।



র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি অাভিযানিক দল ওই লাইব্রেরিতে অভিযান চালিয়ে বিভিন্ন শ্রেণির বিপুলসংখ্যক পাঠ্যপুস্তক উদ্ধার করে।

অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।