ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৫.৩২

শরীফ সুমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
রাজশাহী বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৫.৩২

রাজশাহী: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ৯৫ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ৬০৬ জন।



এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে রাজশাহীতে ছেলেদের চেয়ে তুলনামূলভাবে মেয়েরা ভালো ফল করেছে।

অতীতের তুলনায় এবার এবছর জেএসসিতে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও বেড়েছে।

গতবছর রাজশাহী বোর্ডে জেএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৩ দশমিক ৮৮ শতাংশ। এর আগের বার (২০১২) ছিল ৮৫ দশমিক ০৯ শতাংশ।

ফলে গত বারের চেয়ে পাসের হার বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। আর দুই বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১০ দশমিক ২৩ শতাংশ।

তাই এ বছরের ফলাফলকে নতুন মাইলফলক বলে দাবি করছেন রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

পরে বিশ্লেষণমূলক ফলাফল তুলে ধরেন, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আনারুল হক প্রাং, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) আকবর হোসেন, প্রধান মূল্যায়ন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এস এম গোলাম আজম, সিস্টেম এনালিস্ট প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রোগ্রামার সিরাজুল ইসলাম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা এ এফ এম খায়রুল আলম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার জেএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে প্রথম হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
২০১২ সালে প্রথম হওয়া ঐতিহ্যবাহী রাজশাহী ক্যাডেট কলেজ ২০১৩ সালে শীর্ষ স্থান হারিয়ে ৯ম হয়। এবারও রয়েছে একই স্থানে।

বোর্ডের সেরা ২০ এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের তৃতীয় হওয়া বগুড়া গভর্মেন্ট গার্লস হাই স্কুল। আর দ্বিতীয় স্থান হারিয়ে এবার তৃতীয় হয়েছে বগুড়া জিলা স্কুল। শিক্ষানগরী হিসেবে খ্যাত রাজশাহী মহানগরের কোনো স্কুল এবারও বোর্ডের সেরা তিনে স্থান করে নিতে পারেনি।

বোর্ডের অধীন এ বছর জেএসসি পরীক্ষায় ২ লাখ ৫১৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১ লাখ ২ হাজার ২২৪ জন ছাত্রী ও ৯৮ হাজার ২৮৯ জন ছাত্র। সব বিষয়ে পাস করেছে ১ লাখ ৯১ হাজার ১৩০ জন।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মোট ২ হাজার ৮৯১টি স্কুলের মধ্যে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ১ হাজার ৯৩টি।

গত বছর ২ হাজার ৯০৭টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছিল ৭৫৯টি স্কুল। তাই এবার স্কুলের সংখ্যা বাড়লেও শতভাগ পাসের সংখ্যা সেভাবে বাড়েনি। এবারও ৫টি স্কুল থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বোর্ডের অধীন মোট ২১১টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।