ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষার সিদ্ধান্ত ১২টায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
২২ ও ২৪ ফেব্রুয়ারির পরীক্ষার সিদ্ধান্ত ১২টায় ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের কারণে আগামী ২২ ও ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে। নির্ধারিত তারিখ দু’টিতে পরীক্ষাগুলো হবে কি-না, সে বিষয়ে জানা যাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায়।



বেলা ১২টায় শিক্ষামন্ত্রী তার ৫/হেয়ার রোডের বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

শিক্ষামন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহম্মদ কুতুবুদ-দ্বীন এ তথ্য জানান।

ওই দু’দিনে আট সাধারণ বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডে মোট ৭৮টি পরীক্ষা হওয়ার কথা ছিল।

দেশব্যাপী নেতাকর্মীদের বিচারবহির্ভূতভাবে হত্যা, গুম, অপহরণ, পঙ্গু, আহত ও গ্রেফতারের অভিযোগ তুলে এর প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে আগামী ২২ ফেব্রুয়ারি রোববার সকাল ৬টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টা পর্যন্ত আবারও সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এতে ২২ ও ২৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে সংশয় তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।