ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সহিংসতার প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
সহিংসতার প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন

রাবি: দেশে চলমান সহিংসতার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিক্ষকরা।  
 
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাবি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।


 
মানববন্ধনে উপস্থিত ছিলেন- শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর কামরুল হাসান মজুমদার, সাধারণ সম্পাদক প্রণব কুমার পান্ডে, প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি প্রফেসর জাহিদুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. ফয়জার রহমান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান, সাদাদলের সভাপতি প্রফেসর শামসুল আলম সরকার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, প্রফেসর মশিহুর রহমান প্রমুখ।
 
মানববন্ধন থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।