ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে শিল্পকর্ম প্রদর্শনী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
রাবিতে শিল্পকর্ম প্রদর্শনী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ‘রঙ’ চিত্রশিল্পীদের উদ্যোগে শিল্পকর্ম প্রদর্শনী-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, প্রখ্যাত কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর সনৎ কুমার সাহা।

অনুষ্ঠানে রঙ চিত্রশিল্পী গ্রুপের আহ্বায়ক সুজন সেন স্বাগত বক্তব্য রাখেন। বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোস্তফা শরীফ আনোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনের পর অতিথিরা শিল্পকর্ম প্রদর্শনী পরিদর্শন করেন।

প্রদর্শনীতে রঙের অপরাপর শিল্পী আজাদী পারভীন, হাবিবুল্লাহ, কনক কুমার পাঠক, সুজন সেন ও মমতাজ পারভীনসহ অন্যান্য ৩০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নীলুফার সুলতানা, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেনসহ বিভিন্ন বিভাগের সভাপতি, হল প্রাধ্যক্ষ, চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।