ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ফলিত পরিসংখ্যান বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
রাবিতে ফলিত পরিসংখ্যান বিষয়ক প্রশিক্ষণ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে মাসব্যাপী ফলিত পরিসংখ্যান বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় পরিসংখ্যান বিভাগের কনফারেন্স রুমে এসপিএসএস অ্যান্ড এপাইড স্ট্যাটিস্টিক্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



বিভাগীয় সভাপতি প্রফেসর মো. রিপতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর  হাবিবুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর গোলাম কবীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয়ক প্রফেসর মো. ছায়েদুর রহমান।

প্রধান অতিথি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে অতীতের তুলনায় ভৌত অবকাঠামোর অনেক উন্নতি হয়েছে। এখন গুণগত মান নিশ্চিত করা অত্যাবশক। এই প্রশিক্ষণ সম্পন্ন হলে ইনস্টিটিউটের শিক্ষক এবং শিক্ষার্থী ও গবেষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।