ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ছবি: জি এম মুজিবর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল হবে। বেতনও অনেক বেশি হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজের অডিটরিয়ামে ‘শিক্ষার বৈপ্লবিক উন্নয়নে বর্তমান শীর্ষক’ সেমিনার ও জাতীয় প্রতিনিধি সভায় শিক্ষামন্ত্রী এ কথা জানান। স্বাধীনতা শিক্ষক পরিষদ এর আয়োজন করে।

মন্ত্রী বলেন, শিক্ষকরা না পড়ালে দেশ ও জাতির উন্নয়ন হবে না। তারা ভালোভাবে না পড়ালে দেশ ক্রমেই পিছিয়ে পড়বে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। খুব শিগগিরই আলাদা বেতন স্কেল ঘোষণা করা হতে পারে। এ নিয়ে কার্যক্রম চলছে।   

তিনি বলেন, দেশের পাঁচ কোটি ৫২ লাখ শিক্ষার্থীর স্বাধীনতার সাধ পেতে ও ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা প্রয়োজন। আধুনিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা দিতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও সংগঠনের সদস্য সচিব শাজাহান আলম সাজু।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।