ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫
ইউল্যাবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউল্যাব স্কুল অব বিজনেসের অধ্যাপক আবদুল মান্নান।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু তার ছোটবেলা থেকেই অত্যন্ত নির্ভীক এবং সাহসী নেতা ছিলেন। তার দেশ প্রেমিক চিন্তা-চেতনা ও ছয় দফা আন্দলনের মধ্য দিয়ে তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেন। সেই সঙ্গে যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে নামার ঘোষণা দেন। এর প্রেক্ষিতে এদেশ স্বাধীন হয়।

রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবং অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক এইচ. এম. জহিরুল হক, ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।