ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিয়াম স্কুল ও কলেজের ‍অধ্যক্ষের বিষয়ে সিদ্ধান্ত রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
বিয়াম স্কুল ও কলেজের ‍অধ্যক্ষের বিষয়ে সিদ্ধান্ত রোববার

বগুড়া: বগুড়ায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ তদন্তসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হতে পারে রোববার (২২ মার্চ)।   

বৃহস্পতিবার (১৯ মার্চ) বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সভাপতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস।

উল্লেখ্য, গত সোমবার শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কথা উল্লেখ করে বগুড়া জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন সেখানে অধ্যয়নরত দুই শিক্ষার্থীর পিতা সরকারি আজিজুল হক কলেজের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. মো. শরীফ রায়হান। যার অনুলিপি পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, মহাপরিচালক (ডিজি), মহাপরিচালক (ডিজি) ঢাকাস্থ বিয়াম ফাউন্ডেশন, বগুড়া পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দুর্নীতি দমন কমিশনের আঞ্চলিক পরিচালককে।     
 
 বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা,,মার্চ ২০,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।