ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হরতাল-অবরোধে খোলা থাকবে যবিপ্রবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
হরতাল-অবরোধে খোলা থাকবে যবিপ্রবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: হরতাল-অবরোধের মধ্যেও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে যবিপ্রবি কনফারেন্স রুমে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



যবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, প্রফেসর ড. শেখ মিজানুর রহমান, ড. জিয়াউল আমীন, ড. বিপ্লব কুমার বিশ্বাস, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, চেয়্যারমান ড. কে এম দেলোয়ার হোসেন, ড. জাফিরুল ইসলাম, বাবলু হীরা মন্ডল, ইমরান খান, সুব্রত কুমার দাস প্রক্টর আশরাফুজ্জামান জাহিদ, পরিচালক (প ও উ) পরিতোষ কুমার বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদ, চিফ মেডিকেল অফিসার ডা. দীপক মন্ডল, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী, সহকারী প্রক্টোর জসিম উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

যবিপ্রবি’র সহকারী পরিচালক (জনসংযোগ) কাজী হায়াতুজ্জামান মুকুল বাংলানিউজকে জানান, ২৮ মার্চ থেকে হরতাল ও অবরোধের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস যথাযথ ভাবে সচল রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

ফলে ২৮ মার্চ থেকে যবিপ্রবি’র সব কর্মকাণ্ড আগের মতো স্বাভাবিক নিয়মে চালু থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।