ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারমাইকেল কলেজে ফল পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
কারমাইকেল কলেজে ফল পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

রংপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আনার্স প্রথম বর্ষের ফল বিপর্যয়ের প্রতিবাদ ও ফল পুনর্বিবেচনার দাবিতে মিছিল-সমাবেশ-মানববন্ধন করেছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৫ মার্চ) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক  ভবনের সামনে মিছিল-সমাবেশে করে তারা।



শিক্ষার্থী রমজান আলী আসিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি,  বাংলাদেশ ছাত্র ফেডারেশন কলেজ শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রনি, ছাত্র ইউনিয়ন নেতা হাসান বাপ্পী, নাসির আহমেদ, সাবিনা আহমেদ, নাইম ইসলাম, হুমায়ন প্রমুখ।

বক্তারা বলেন, ২০১২-১৩ সেশনে প্রথম বর্ষের বিভিন্ন বিভাগে কারমাইকেল কলেজে দেড় শতাধিক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২১০ দিন ক্লাস না হওয়া, পর্যাপ্ত শিক্ষক না থাকা ও সৃজনশীল পদ্ধতির পরিপূরক ব্যবস্থা না থাকার ফলে ফলাফল বিপর্যয় ঘটেছে বলে বক্তারা উল্লেখ করেন।  

তারা অবিলম্বে ফলাফল প‍ুনর্বিবেচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।