ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বাধীনতা দিবসে জাবিতে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
স্বাধীনতা দিবসে জাবিতে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন মাঠে ‘উপাচার্য একাদশ’ বনাম ‘প্রো-উপাচার্য একাদশ’ এর মধ্যে এ প্রতিযোগিতা ‍অনুষ্ঠিত হয়।

উপাচার্য একাদশের পক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রো-উপাচার্য একাদশের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসারগণ অংশ নেন।

এতে প্রো-উপাচার্য একাদশ ৬ উইকেটে উপাচার্য একাদশকে পরাজিত করে।

এর আগে বেলা ১০টায় টসে জিতে উপাচার্য একাদশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করে। জবাবে প্রো-উপাচার্য একাদশ ১৪ ওভার ৩ বলে ৪ উইকেটের বিনিময়ে ১৬০ রান করে। ৩৬ বলে ৯৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দেবব্রত পাল।

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।