ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নতুন পে-স্কেলের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
নতুন পে-স্কেলের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় নতুন বেতন পে-স্কেলের দাবিতে তিন দফা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা।



তিন দফা দাবির মধ্যে- নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তকরন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভুক্ত করন।

কর্মসূচির মধ্যে ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সকল জেলা পর্যায়ে সংসদ সদস্য, অভিভাবক ও বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়। ২৩ আগস্ট সারাদেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রসাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। ৩ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে সমাবেশ ও বিক্ষোভ এবং ১৭ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশে পালন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. এম এ আউয়াল সিকদার। এ ছাড়া বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক বিলকিস জামান, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সফিকুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এফবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ