ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈশ্বরগঞ্জে পরীক্ষা কেন্দ্র পুনঃচালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
ঈশ্বরগঞ্জে পরীক্ষা কেন্দ্র পুনঃচালুর দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র আবারও চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন শেষে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার সরকারের কাছে একটি স্মারকলিপি দেন তারা।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে আঠারবাড়ি ডিগ্রি কলেজ কেন্দ্রে যেতে হয়।

যান চলাচলের বিশেষ কোনো সুবিধা এবং পরীক্ষা কেন্দ্রের কাছে কোনো আবাসনের সুব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। এ কারণে ঈশ্বরগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র আবারও চালুর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ