ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়

মেধাবৃত্তি তহবিলে অনুদান দিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
মেধাবৃত্তি তহবিলে অনুদান দিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানবি) ‘দান তহবিল মেধাবৃত্তি’-তে ২ লাখ টাকা দিয়েছেন স্থানীয় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. মোফাজ্জল হোসেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের হাতে এ টাকার চেক তুলে দেন তিনি।



এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ এম এম শামসুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলুল কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার কাঁঠাল ইউনিয়নের তেতুঁলিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মো. মোফাজ্জল হোসেন গত বছরের ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ‘দান তহবিল মেধাবৃত্তি’ এ ‍অনুদানের ইচ্ছা পোষণ করে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ২ লাখ টাকা দিয়েছেন তিনি।

অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জলের দেওয়া টাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাবে স্থায়ী আমানত হিসেবে থাকবে।

প্রতিবছর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীকে এর লভ্যাংশ বৃত্তি হিসেবে দেওয়া হবে বলে জানান এস এম হাফিজ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ