ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির নতুন শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর।



এ সময় অন্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান ছাড়াও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ আগস্ট (রোববার) সকালে ইউনিভার্সিটির মিলনায়াতনে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

এ সময় কর্মশালার প্রশিক্ষক প্রফেসর ড. এম নজরুল ইসলাম, প্রফেসর ড. মাসুমা হাবিব ও প্রফেসর ড. মো. মোজাহার আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ৩৫জন শিক্ষক অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ