ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) ফল সেমিস্টারে পাঁচ দিনব্যাপী (৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর) ভর্তি মেলা রোববার (৩০ আগস্ট) শুরু হয়েছে।
 
ইউনিভার্সিটির মোহাম্মদপুর ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।


 
মেলা চলাকালীন বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কোর্স ফি মওকুফ পাবেন।
 
এছাড়া অতিরিক্ত ৫ থেকে ১০হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। প্রতিদিন ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে।
 
মেলায় ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিদর্শনেরও সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামালউদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইমামউদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) লে. কর্নেল (অব.) মুনির আহমেদ, রেজিস্ট্রার মেজর নিয়াজ মো. খান (অব.), ডেপুটি রেজিস্ট্রার (পিআর) সোহেল আহসান নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ