ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
ইউল্যাবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা

ঢাকা: রাজধানীর চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪টি দলের মধ্যে ‘ইউল্যাব কোড কমব্যাট-২০১৫’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে শনিবার (২৯ আগস্ট) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ইউল্যাব কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় ইউল্যাবের সঙ্গে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় ৪২ জন শিক্ষার্থী ১৪টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘এমআইএসটি-আনলাকি থার্টিন’ দলটি চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে।

ইউল্যাব কোড কমব্যাটের আহ্বায়ক ও সঞ্চালক ইউল্যাবের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক সৌগত বোস বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
পিআর/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ