ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স দ্বিতীয়বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



তবে এতে রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং যে কোনো মোবাইল থেকে nu hp2 রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে বলে উল্লেখ করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় ২৯টি বিষয়ে সারাদেশে ৪১৭টি কলেজের দুই লাখ ২৫ হাজার ৭ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ