ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
বশেমুরবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ স্বতন্ত্র পে-স্কেল নির্ধারণ ও অনুমোদিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিদ্যমান বৈষম্য দূরসহ চার দফা দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় শিক্ষক সমিতির ব্যানারে প্রতিবাদ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষকরা।



পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিভূতি সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক মো. আলাউদ্দিন প্রমুখ।

এদিকে, নতুন পে-স্কেল অনুমোদিত হওয়ায় ক্যাম্পাসে দুপুরে আনন্দ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে প্রশাসনিক ভবনের নিচে এক সমাবেশে বক্তারা নতুন পে-স্কেলের জন্য সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ