ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধের ঘটনায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের লাঠিচার্জ করেছে পুলিশ।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বেলা ৪টার দিকে এ লাঠিচার্জের ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে ৫ জন আহত হওয়া খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসাপতালে পাঠানো হয়েছে।
এর আগে বেলা ২টার দিকে রাজধানীর রামপুরায় ব্রিজের ওপর এ অবরোধ কার্যক্রম শুরু হয়। এ সময় একদিকে রামপুরা ব্রিজ থেকে মালিবাগ, অন্যদিকে নতুনবাজার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা।
গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সড়ক অবরোধের খবর জানার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত আছেন। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা করছি।
এদিকে, সড়ক অবরোধে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়।
বেলা সোয়া ৪টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বিচ্ছিন্নভাবে অবরোধ কার্যক্রম চলছিলো।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫ (আপডেট: ১৫০৫, ১৬২৩ ঘণ্টা)
এনএইচএফ/আরএইচ/টিআই