ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে প্রভোস্ট অধ্যাপক ড. মু. নজিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও জাতীয় তথ্য কমিশনের তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা। ইতিহাসের এই মহানায়ককে গণমানুষের হৃদয় থেকে কোনো দিনই মুছে ফেলা যাবে না।
বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, কথাসাহিত্যিক আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বুধবার (০৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এটি