ময়মনসিংহ: অষ্টম জাতীয় বেতন স্কেল কাঠামোতে শিক্ষকদের ‘অবমূল্যায়নের’ প্রতিবাদে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি চলে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক তপন কুমার সরকার, সহ-সভাপতি তারিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুব হোসেন প্রমুখ।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোল্লা আমিনুল ইসলাম বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালোব্যাজ ধারণ করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এ অবমূল্যায়ন মেনে নেওয়া হবে না।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবারও পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করার কথা জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
আরএম