ঢাকা: ‘ভ্যাট দেবো না গুলি কর’ এই স্লোগানে রাজধানীর আফতাব নগরে ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনের সড়কে বিক্ষোভ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এ কর্মসূচি শুরু করেন তারা।
কাকন বিশ্বাস নামের এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সরকার যতক্ষণ পর্যন্ত ভ্যাট প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না।
বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের লেখা প্লেকার্ড-ফেস্টুন দেখা যায়। এতে লেখা রয়েছে, ‘ভ্যাট দেবো না গুলি কর’।
বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এনএ/বিএস
** বারিধারায় এনএসইউ-আইইউবি শিক্ষার্থীদের বিক্ষোভ
** ধানমন্ডি ২৭-এ স্টামফোর্ড শিক্ষার্থীদের বিক্ষোভ
** রাজধানীর ৪ পয়েন্টে বিক্ষোভ