কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির চলমান ধর্মঘট কিছুটা শিথিল করা হয়েছে। ৮ সেপ্টেম্বর ঘোষিত তিন কর্মদিবসের ধর্মঘটের শেষদিন রোববার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
কাজী ওমর সিদ্দিকী জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত মতে রোববার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে। তবে ক্লাস বর্জনের যে ঘোষণা ছিল তা অপরিবর্তীত থাকবে।
অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এসএইচ