ঢাকা: শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের (মূল্য সংযোজন কর) নামে নেওয়া অর্থ ফেরত দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সরকারকে ভ্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিষ্ঠানটির একজন দায়িত্বশীল কর্মকর্তা শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জানান, কোনো শিক্ষার্থী নয়, ভ্যাট দেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইদিন জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) এক সার্কুলারে জানায়, আরোপিত ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাটের নামে নেওয়া অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, একইসঙ্গে আর কোনো শিক্ষার্থীর কাছ থেকে ভ্যাট না নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। আরোপিত ভ্যাট ইউনিভার্সিটি কর্তৃপক্ষই সরকারকে দেবে।
এদিকে, ট্রাস্টের মাধ্যমে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ সরকারকে ভ্যাট দেবে কিনা- সে বিষয়ে বিবেচনার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিক সমিতি।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন জানান, সাধারণত কোনো ট্রাস্ট ভ্যাটের আওতায় থাকে না। এখন এনবিআর’র সার্কুলার অনুযায়ী ট্রাস্ট ভ্যাট দেবে কি না- সে সিদ্ধান্ত সরকার বিবেচনা করবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে আন্দোলন করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পরদিন আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই দাবিতে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন।
কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নিলেও রোববার থেকে আবারও স্ব স্ব ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইস্ট ওয়েস্টসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এমআইএইচ/এইচএ