ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল ও ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ৪৬ নম্বর আদেশ অনুসারে ভর্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রিটটি দায়ের করেন হাইকোর্টের আইনজীবী ড. ইউনুচ আলী আকন্দ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।
ড. ইউনুচ বলেন, ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ৪৬ নম্বর আদেশে বলা হয়েছিল, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কেউ উত্তীর্ণ হলে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করে। সে অনুসারে সকলেই যেন ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে সে নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডকে/এএসআর