নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা ২০-২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ১৭ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
এতে জানানো হয়, ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষা ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ‘সি’ গ্রুপের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া ‘বি’ গ্রুপের ভর্তি পরীক্ষা ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা এবং ‘ডি’ গ্রুপের বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nstu.edu.bd ) পাওয়া যাচ্ছে।
আবেদন সংক্রান্ত টেকনিক্যাল বিষয়ে আইসিই বিভাগের চেয়ারম্যান ড. আশিকুর রহমানে সঙ্গে যোগাযোগ (মোবাইল: ০১৭৮৮৩০৫৮১১) করতে বলা হয়েছে এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনে ০১৭৬৫৫৯২৬৫৪ –এ নম্বর ও evinfonstu@yahoo.com -ইমেইলে এ যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএইচ