ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭২ ঘণ্টার আল্টিমেটাম ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
৭২ ঘণ্টার আল্টিমেটাম ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ব্যবসায়ী ফারুকসহ অন্য হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।

বেধে দেওয়া সময়ের মধ্যে তাদের গ্রেফতার না করলে পুনরায় ক্লাস বর্জনসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।



মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসের গোল চত্বরে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা।

এর আগে সকালে তারা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে গোল চত্বরে অবস্থান নেন।

এছাড়া শিক্ষার্থীরা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দুপুরে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তাদের অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে করা বিক্ষোভ মিছিল থেকে তারা মঙ্গলবার ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোবাইলে টাকা লোড দেওয়াকে কেন্দ্র করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

** ওসমানী মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এএএন/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।