ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বশেমুরবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে রোববার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।



অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিটি নীরবতা পালন করা হয়।

লোক প্রশাসন বিভাগের প্রভাষক তানিয়া আফরিন তন্বীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. নূরউদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জুবাইদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছায়েদা মাহমুদা, আইন বিভাগের প্রভাষক রোবায়েত রহমান, শিক্ষার্থী তৌকির আহমেদ, মো. সাদিকুল ইসলাম, মো. আতিকুর রহমান, হারুনুর রশিদ, শফিক আহমেদ প্রমুখ।

প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, স্বাধীনতার জন্য যেমন ভাষার প্রয়োজন তেমনি ভাষার জন্যও স্বাধীনতা প্রয়োজন। আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে।

পরে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।