ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির এক শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল স্থগিত

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
জবির এক শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মো. নুরুল ইসলামের পরীক্ষার ফলাফল স্থগিত করে তাকে সনদপত্র প্রদান না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নুরুল ইসলামের রোল নং- (এম ১৩০১০১০৬২)।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, সহপাঠীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ঘটনা ঘটানোর কারণে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ বরাবর অভিযোগপত্র দেয়া হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

জবি’র প্রক্টর ড. নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, অভিযোগ সাময়িকভাবে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।