ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি ইউথ এন্ডিং হাঙ্গারের গণস্বাক্ষরতা অভিযান

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
জবি ইউথ এন্ডিং হাঙ্গারের গণস্বাক্ষরতা অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাধীনতা নিশ্চিত করতে ‘এসো ডানা মেলে উড়ি’ স্লোগানে গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেছেন ‘ইউথ এন্ডিং হাঙ্গার’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে জবি সংলগ্ন বাহাদুর শাহ পার্কে এ গণস্বাক্ষর অভিযান পরিচালিত হয়।

 

একটিভ সিটিজেন প্রশিক্ষণপ্রাপ্ত জবির শিক্ষার্থীরা এ গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেন।

এসময় কয়েকশো কিশোর-কিশোরী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণস্বাক্ষর ব্যানারে সই করে স্বাধীনতার পক্ষে মত প্রকাশ করেন।

ষাটোর্ধ্ব এক ব্যক্তি সই করার সময় বলেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় হলো কিশোরকাল। এসময় মানুষের শারিরিক ও মানসিক স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ।

ইউথ এন্ডিং হাঙ্গার জবি শাখার কো-অর্ডিনেটর মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, বৃটিশ কাউন্সিলের পৃষ্টপোষকতায় প্রতিবছর জবির ৪০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় ইউথ এন্ডিং হাঙ্গার। প্রশিক্ষণপ্রাপ্ত ইউথ লিডাররা বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অংশ নেন। একজন মানুষের ব্যক্তিত্ব গড়ে উঠতে কিশোর বয়স অনেক গুরুত্বপূর্ণ। এসময় তার শারীরিক ও মানসিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ।

প্রশিক্ষণপ্রাপ্ত ইওথ লিডার তাসরিনা সুলতানা প্রীতি বলেন, কিশোর-কিশোরীরা, বিশেষ করে কিশোরীরা এ সময়টি বিভিন্ন মানসিক ও শারীরিক সমস্যায় ভোগে। এ বিষয়গুলোতে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে এ উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।