ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির সিএসই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
ইবির সিএসই বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।  
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

 
 
বিভাগের সভাপতি অধ্যাপক ইব্রাহীম আব্দুল্লাহ সিজারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. শামসুল আলম।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. কামরুজ্জামান খান, অধ্যাপক ড. আহসান-উল- আম্বিয়া প্রমুখ।
 
অনুষ্ঠান উপস্থাপনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শিমুল এবং শোভা।
 
পরে মধ্যাহ্ন ভোজ শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নেচে গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।