ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‍ জাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
‍ জাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে শুরু হয়েছে দুই দিনব্যাপী সিলেবাস ও কোর্স কারিকুলাম উন্নয়ন শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিভাগীয় সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।



অনুষ্ঠানে উপাচার্য বলেন, সিলেবাস ও কোর্স কারিকুলাম উন্নয়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যোগ্য মানবসম্পদে পরিণত করা যায়।

দর্শন বিভাগের এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ তারেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ, অধ্যাপক নরম্যান ক্যানেথ, যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ম্যাগি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।