ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ছাত্র ইউনিয়নের ২৬তম সম্মেলনের উদ্বোধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
জাবি ছাত্র ইউনিয়নের ২৬তম সম্মেলনের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘ঘৃণাটুকু থাক, নীতিহীন রাজার অপরাজনৈতিকতায়; বেঁচে থাক নীতির রাজনীতি, বেঁচে থাকুক স্বদেশ’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ২৬তম সম্মেলন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের প্রথম সভাপতি এ কে এম মোস্তাফিজুর রহমান।



মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষমতার বলয়ে অবস্থান করা ছাত্রসংগঠনের ধ্বংসাত্মক কাজে যখন আমরা হতাশ হয়ে যাই, ঠিক সে সময় ছাত্র ইউনিয়নের কর্মীদের আদর্শ বেশ তাৎপর্য বহন করে।

যারা ইতিহাস-ঐতিহ্যকে বিকৃত করতে চায় তাদের সমুচিত জবাব দিতে ছাত্র ইউনিয়নের কর্মীদের কাজ করতে হবে বলেও জানান তিনি।

ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি লাকী আক্তার বলেন, আমরা মুক্তিযুদ্ধের সময় যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছিলাম সেই শিক্ষাব্যবস্থা আজও বাস্তবায়িত হয়নি।

এ সময় তিনি অবিলম্বে দেশের সব ছাত্র সংসদের নির্বাচনের দাবি জানিয়ে ইউজিসির বিশ বছর মেয়াদী শিক্ষাকে বাণিজ্যকরণের কৌশলপত্র বাতিলেরও দাবি জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ২৬তম সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মং সিং হাই মারমা, ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি শেখ সাদ নূর অপি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তানভির হোসেন রিয়াদ, ঢাকা জেলা সংসদের সভাপতি সার্জিন শরীফ, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম নাদিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, আজম খানর বাবু, জাহাঙ্গীর আলম বাবুসহ ঢাকা মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতারা।

সম্মেলনের উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অমর একুশের সামনে এসে শেষ হয়।

রাতে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।