ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন শিক্ষামন্ত্রী

রাজশাহী: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দু’দিনের সরকারি সফরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজশাহী যাবেন বলে জানা গেছে।

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা নাফেয়ালা নাসরিন সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী প্রথম দিন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ‘শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং জঙ্গিবাদ নির্মূলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাপনা’ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

পরদিন বুধবার সকালে শিক্ষামন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ দিনই শিক্ষামন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।