ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে একক চিত্র প্রদশর্নী রোববার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
জাবিতে একক চিত্র প্রদশর্নী রোববার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিল্পী নব কুমার ভদ্র’র ‘বাদল’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ২৫ সেপ্টেম্বর (রোববার)। চিত্র প্রদশর্নী চলবে ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে মোট ২১টি চিত্রকর্ম এবং ২৯টি পেন্সিল স্কেচ এবং টিনের ওপর আঁকা ২১টি চিত্র থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।  

রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ১০২ নম্বর কক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি তানিয়া শারমিন বিশেষ অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন।  

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।