ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নফাঁস রোধ বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
প্রশ্নফাঁস রোধ বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রশ্ন ফাঁস রোধে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪) দুপুরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ কর্মশালার আয়োজন করে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বোর্ডের সচিব ড. আহসান হাবীব।

এতে আরও বক্তব্য রাখেন-সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্যাহ মামুন, সাতক্ষীরা এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসরিন খান লিপি, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক গাজী আব্দুল মালেক প্রমুখ।
 
কর্মশালায় ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড, প্রশ্ন সংগ্রহ ও পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।