ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুলনায় শিক্ষক দিবস উদযাপন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
খুলনায় শিক্ষক দিবস উদযাপন

খুলনা: খুলনায় শিক্ষক দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে সেন্ট জোসেফস্ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীরা আলোচনা সভার আয়োজন করে।

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফাদার মার্টিন মণ্ডল। এ সময় তিনি কেক কেটে দিবসটির উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক স্বর্ণ কমল রায়।

উল্লেখ্য, শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসটি উদযাপন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘শিক্ষকের মূল্যায়ন, মর্যাদার উন্নয়ন’।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬

এমআরএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।