ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করার দাবি নন-এমপিও শিক্ষকদের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করার দাবি নন-এমপিও শিক্ষকদের ছবি: রানা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অগ্রাধিকার ভিত্তিতে নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতি।

রোববার (৯ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সমিতির নেতা-কর্মীরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান।

তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে ৫ম শ্রেণি থেকে ৮ম শ্রেণিতে উন্নীতকরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়ায় নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষার অধিভুক্ত করা হোক।

এ দাবিতে আগামী ২৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি দেবে নন-এমপিও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মহাসচিব মো. মনসুর আলী, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, সদস্য শাহীনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।