ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নার্গিসের পরিবারের পাশে শাবিপ্রবি প্রশাসন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
নার্গিসের পরিবারের পাশে শাবিপ্রবি প্রশাসন

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় গুরুতরভাবে জখম খাদিজা আক্তার নার্গিসের পরিবারের পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি প্রশাসন।

রোববার (০৯ অক্টোবর) শাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (০৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নার্গিসের গ্রামের বাড়িতে যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সামিউল ইসলাম বাংলানিউজকে জানান, ভারপ্রাপ্ত প্রক্টর ছাড়াও নার্গিসের গ্রামের বাড়িতে যান- সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক ড. জহির বিন আলম, প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আমেনা পারভীন, ড. মুনশী নাছের ইবনে আফজাল, সহকারী প্রক্টর আবু হেনা পহিল, নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় শাবিপ্রবি প্রশাসন নার্গিসের পরিবারের খোঁজ-খবর নেয়। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করবে বলে জানান প্রক্টর সামিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ০৯ ঘণ্টা, ২০১৬
ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।