ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
‘শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রীরা নিরাপদ নয়। খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনা তাই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর বালুচরে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেই সঙ্গে যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষামন্ত্রী ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন। ১৮ অক্টোবর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন এবং ২০ অক্টোবর সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, শুধু শিক্ষার্থীই নয়, জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকদের উপরও নজরদারি বাড়াতে হবে। এক্ষেত্রে সরকার জঙ্গিবাদ বিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আঞ্চলিক শিক্ষা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার।

এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট মো. আব্বাছ উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমদ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নাজমুল হক খান,

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর ছয়ফুল্লাহ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল খালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা জাহান, নুসরাত জাবীন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মো. এলিয়াছ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত সচিব কায়ছার আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু কায়ছার খান, সিলেট এম সি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট হযরত শাহজালাল দারুছ ছুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. কুতুবুল আলম, সিলেট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ছাইদুর রহমান, ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল হুসেন চৌধুরী, নবিগঞ্জ-হবিগঞ্জ জে.কে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, মৌলভীবাজার-কুলাউড়া নবীণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন, সিলেট দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম ইসরাইল আহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এনইউ/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।