ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘১৫ অক্টোবর’ আমাদের দায়িত্বশীলতার তাগিদ দেয়

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
‘১৫ অক্টোবর’ আমাদের দায়িত্বশীলতার তাগিদ দেয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ১৫ অক্টোবরের শোক আমাদের আরও দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ হওয়ার তাগিদ দেয়।

শনিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে দুর্ঘটনায় নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মরণে প্রতি বছর এ দিবসটি পালন করা হয়।

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ প্রাচীন অনেক ভবন রয়েছে, কিছু কিছুতে সংস্কার কাজ চলছে, আরও কিছু ভবন সংস্কারের উদ্যোগ আমরা নিয়েছি। তারপরও সব ধরনের দুর্ঘটনা এড়াতে আমাদের সচেতন হতে হবে।

সভায় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সংসদ সদস্য পঙ্কজ নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার ও সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিটের আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেন, হলের প্রাক্তণ প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জগদীশ চন্দ্র শুক্লদাস, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, কর্মচারী সমিতির সভাপতি আবদুল কাদের, ৪র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল হোসেন, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল সাড়ে ৭টায় উপাচার্যের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোক মিছিল গিয়ে জগন্নাথ হল ‘স্মৃতি অক্টোবর’ স্মারক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
এসকেবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।