ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ববিতে শিক্ষক লাউঞ্জ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
ববিতে শিক্ষক লাউঞ্জ উদ্বোধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একাডেমিক ভবন-২ এর তৃতীয় তলায় শিক্ষকদের জন্য নির্মিত লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে।

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) একাডেমিক ভবন-২ এর তৃতীয় তলায় শিক্ষকদের জন্য নির্মিত লাউঞ্জ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক নবনির্মিত এ লাউঞ্জ উদ্বোধন করেন।


 
এ সময়ে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির নেতারা ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 
শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি উপাচার্যের উদ্যোগে এ শিক্ষক লাউঞ্জ নির্মিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।