ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবি লোকপ্রশাসন বিভাগের শিক্ষা সমাপনী উৎসব সম্পন্ন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
শাবিপ্রবি লোকপ্রশাসন বিভাগের শিক্ষা সমাপনী উৎসব সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ ডে) সম্পন্ন হয়েছে। 

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষা সমাপনী উৎসব (র্যাগ ডে) সম্পন্ন হয়েছে।  

মঙ্গলবার (২২ নভেম্বর) বিভাগের ৭ম ব্যাচের স্নাতক শিক্ষা সমাপনী উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠে লোকপ্রশাসন বিভাগ।

বিভাগের শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস, কেক কাটা, বর্ণিল রং উৎসবে যেন রঙিন হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

দুপুর ১২টায় কেক কেটে শিক্ষা সমাপনী উৎসব কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ড. শামীমা তাসনীম, সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনি, ফখরুল ইসলাম, কানিজ ফাতেমা প্রমুখ।

এসময় বক্তব্যে ড. শফিকুল ইসলাম শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

পরে বিভাগীয় প্রধান ড. শফিকুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিং গ্রাউন্ড থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।