ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

শিক্ষা

ঘাটাইলের শারীরিক প্রতিবন্ধী চানের পড়ার দায়িত্ব নিলেন ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
ঘাটাইলের শারীরিক প্রতিবন্ধী চানের পড়ার দায়িত্ব নিলেন ডিসি

শারীরিক প্রতিবন্ধী চান মিয়ার লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন। 

টাঙ্গাইল: শারীরিক প্রতিবন্ধী চান মিয়ার লেখাপড়া ও ভবিষ্যতের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন।  

বৃহস্পতিবারের (২৪ নভেম্বর) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা শেষে তার পরিবারকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম লেবু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুবি খান, চান মিয়ার মা প্রমুখ।

বিকলাঙ্গ দুই হাত নিয়ে জন্ম নেওয়া চান মিয়াকে কোনো প্রতিবন্ধকতাই দমিয়ে রাখতে পারেনি। ঘাটাইল প্রতিবন্ধী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সে।  

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঘাটাইল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে চান মিয়া।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।