ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুক্র ও শনিবার জাবিতে সাপ্তাহিক ছুটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
শুক্র ও শনিবার জাবিতে সাপ্তাহিক ছুটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন সপ্তাহের শুক্র ও শনি দুই দিন সাপ্তাহিক ছুটি চালু করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন সপ্তাহের শুক্র ও শনি দুই দিন সাপ্তাহিক ছুটি চালু করেছে।

বোরবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২১ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান অফিস সময়সূচি পরিবর্তন করে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিন পুনঃনির্ধারণ করা হয়েছে।

বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত মধ্যাহৃভোজ এবং নামাজের বিরতি থাকবে। এ সিদ্ধান্ত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

অফিস সময় পরিবর্তনের ফলে ঢাকা থেকে ক্যাম্পাসে যাতায়াতের গাড়ির সময়সূচি পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।