ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

জাবিসাসের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জাবিসাসের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী জাবিসাসের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) আয়োজিত তিন মাসব্যাপী ‘সাংবাদিকতা ও ক্যারিয়ার বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ঘটে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, বর্তমানে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা অধিকতর গুরুত্ব পাচ্ছে।

সাংবাদিকরা তাদের মূল আর্দশিক জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। এ কারণে দেশ-জাতি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজনের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুর খায়ের, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক মো. শাহেদুর রশিদ, জাবিসাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ শহিদুল হক মঞ্জু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বেলাল হোসাইন রাহাত প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণকারী মোট ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।