ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে জমজমাট বিজনেস ফেস্ট

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
শাবিপ্রবিতে জমজমাট বিজনেস ফেস্ট হজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিজনেস ফেস্টিভাল

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে বিজনেস ফেস্টিভাল-২০১৭ শুরু হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

দুপুর ১২টায় কেন্দ্রীয় মিলনায়তনে বিভাগের নবীনবরণ, স্নাতকোত্তরদের বিদায় সংবর্ধনা ‍ও সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিজনেস ফেস্টিভাল উৎসবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, উৎসবের আহ্বায়ক ড. খায়রুল ইসলাম, ড. মনিরুল ইসলাম, শহীদুল হক, সদস্য সচিব ড. মিজানুর রহমান, সুবানা তানজিমা আতিক, সৈয়দ মুহাম্মদ খালেদ রহমান প্রমুখ।

সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রীয় অডিটোরিয়ামে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।